বিনোদন ডেস্ক :
দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আয়নাবাজি’ সিনেমায় বহুরূপী চঞ্চলকে দেখেছেন দর্শক। সিনেমাটিতে তার অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে। তারপর নানা চরিত্রে হাজির হয়েছেন তিনি। এবার ভিন্ন লুকে ক্যামেরাবন্দি হলেন চঞ্চল চৌধুরী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চঞ্চল তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—চঞ্চলের মাথা ন্যাড়া, অল্প কিছু গোঁফ, থুতনিতে রাখা ছোট আকৃতির কিছু দাড়ি। শক্ত চোয়াল, চোখে তীক্ষ্ম দৃষ্টি। আর ক্যাপশনে লিখেছেন, ‘বলি? না থাক…বলবো না।’ তবে বোঝায়ই যাচ্ছে চঞ্চল আসছে হয়তো নতুন কোনো চরিত্রে।