অনলাইন ডেস্ক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি থেকে বরেণ্য অভিনেত্রী রোজিনা স্বেচ্ছায় পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত কার্যকরি পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়ক রিয়াজকে অন্তর্ভুক্ত করা হয়।
ফলে শিল্পী সমিতির স্টাডি রুমে বুধবার (৬ এপ্রিল) শপথ নেন চিত্রনায়ক রিয়াজ। সংগঠনের সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ বাক্য পাঠ করান। সমিতির শপথ গ্রহণ শেষে কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ।
এসময় উপস্থিত অন্য সদস্যরা রিয়াজকে অভিনন্দন জানায়। শুভেচ্ছা ও ভালোবাসার বারতায় বরণ করে নেন শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটিতে। রিয়াজ নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদের হয়ে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। সেখানে তিনি পরাজিত হন। অন্যদিকে, কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন রোজিনা। এই অভিনেত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রিয়াজ।