অনলাইন ডেস্ক :
ভালোবাসা দিবসে আসছে গায়ক জাহিদ নিলয় এর দুটি নতুন মিউজিক্যাল ফিল্ম । এই দুটি গানে জনপ্রিয় মডেল দীপ চৌধুরী । এর মধ্যে বুকে মায়া গানটির গীতিকার ও সুরকার রাজু আহম্মেদ, শুধু তোরই পারাপার এর গীতিকার ও সুরকার সাফায়েত হোসাইন। গান দুটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। দীপ চৌধুরীর সাথে দুটি গানে জুটি হয়েছেন কাসফিম মুসকান ও জারা মনি। রেজা মাহমুদের পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম দুটি দারুন লোকেশন ও সেট নির্মাণ করে নির্মিত হয়েছে। এতে শিল্প নির্দেশনা ও সেট ডিজাইনার ছিলেন আপন- চিত্রগ্রহণ করেছেন সোহেল খান। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী জাহিদ নিলয় বলেন, ‘দুটি গানই সফট মেলোডিধর্মী গান। মিষ্টি প্রেমের গান হিসেবে শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ এই গানগুলো ছাড়াও দীপ চৌধুরীর আরো কিছু কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর জনপ্রিয় এই মডেল বলেন, ‘এই গানগুলোর ভিডিওতে দর্শকরা একটু ভিন্ন কিছু পাবেন। গানগুলো নির্মাণের সময় এই সময়ের কথা মাথায় রাখা হয়েছিল। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না। গান দুটি ভ্যালেন্টাইন উপলক্ষ্যে একটি প্রতিষ্টিত প্রযোজনা প্রতিষ্টানের ব্যানারে মুক্তি পাবে বলে জানা গেছে।