
অনলাইন ডেস্ক :
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ের কারণে মডেলিং থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন অর্চিতা স্পর্শিয়া। তবে সম্প্রতি সেই বিরতি ভাঙেছেন তিনি। নতুন একটি টিভি বিজ্ঞাপনের মডেল হলেন এ অভিনেত্রী। এটি চলতি সপ্তাহে টিভিতে প্রচার শুরু হয়েছে। এতে কাজ করা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, সিনেমায় অভিনয়ের কারণেই মডেলিংয়ের কাজ করিনি দীর্ঘ সময়। তবে নতুন যে বিজ্ঞাপনটিতে কাজ করেছি, সেটির নির্মাণ পরিকল্পনাসহ আনুষঙ্গিক বিষয়গুলো পছন্দ হওয়ায় কাজ করেছি। এটি প্রচারে আসার পর থেকে দর্শকের কাছে থেকে ভালো সাড়াও পাচ্ছি। প্রতিনিয়ত বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা নেই। মাঝে মধ্যে কাজটি করব। আমার মূল লক্ষ্য অভিনয়ে। তাই সেই অঙ্গনেই ব্যস্ত থাকতে চাই।
