মডেল মৌমিতার স্বপ্ন পূরণ

মডেল মৌমিতার স্বপ্ন পূরণ

বিনোদন ডেস্ক :

মৌমিতা মৌ বর্তমান সময়ে উঠতি মডেল অভিনেত্রী। প্রতিনিয়তই দেশের মিডিয়াঙ্গনে নতুনদের আগমন ঘটছে। তার ভিতরে নিজেকে যোগ্য করে তোলাটা বেশ কষ্টসাধ্যকর ব্যাপার হলেও উঠতি এই মডেল অভিনেত্রী নিজেকে গুছিয়ে নিয়েছে। ছোট বেলা থেকে অভিনয়ের স্বপ্ন থাকলেও অভিনেত্রী হয়ে ওঠা হয়নি মৌমিতার।

তবে সেই স্বপ্ন পূরণ করে বর্তমানে ব্যস্ত সময় পার করছে এই মডেল অভিনেত্রী। বাবা মায়ের ইচ্ছা পূরণ করে মিডিয়াঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরী করার জন্য এগোচ্ছে তিনি। মৌমিতা মৌ নিজের দখলে করে নিয়েছেন নৃত্যের প্রতিভা। আর সেই প্রতিভাকে কাজে লাগিয়ে অসংখ্য পুরষ্কারও অর্জন করেছে। ক্যারিয়ারে শুরুটা নাচ না হলেও নাচের প্রতি ছিল আলাদা টান। তবে স্বপ্ন ছিল অভিনেত্রী হবার। সেটিও হয়ে গেছে।

তবে এবার কি চায় মৌমিতা? এমন প্রশ্নে মৌমিতা বলেন, আমার ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই। তবে আমি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আরো ভাল অভিনয় করে দর্শকদেও মনে জায়গা করে নিতে চায়। এমন কিছু কাজ করতে চায় যে কাজ আমার মৃত্যুর পরও অমর রাখবে। ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে মৌমিতা বলেন, আমার ব্যস্ততা এখন মোটামুটি আছে। সামনে ২টি নাটকের কাজ করবো। তাছাড়া সম্প্রতি একটি মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আশা রাখি খুব দ্রুতই রিলিজ হবে।

প্রসঙ্গত মৌমিতা মৌ অভিনীত দুটি নাটক ইতমধ্যে অবমুক্ত হয়েছে যা দেশের বেসরকারী টিভি চ্যানেল নাগরিক টিভি ও চ্যানেল নাইনে প্রচারিত হয়েছে। ভবিষতে দর্শকদের জন্য ভাল কিছু কাজ করতে চাই বলে জানান এই উঠতি মডেল অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *