
অনলাইন ডেস্ক :
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া জাকারিয়া সৌখিনের নাটক ‘মন দুয়ারী’ ইউটিউবে রেকর্ড পরিমাণ দর্শকপ্রিয়তা পেয়েছে। জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহার অভিনীত এ নাটক মাত্র চার ঘণ্টায় মিলিয়ন ভিউ ছাড়িয়ে একদিনে তিন মিলিয়নে পৌঁছে যায় এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। দর্শকরা মনে করছেন, এটি সিনেমা হলে মুক্তি পাওয়া উচিত ছিল, কারণ এর গল্প, সিনেমাটোগ্রাফি ও আবহসংগীত এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মতোই।
গল্পে প্রবাসী অপূর্ব তার দাদীকে নিতে এলে পারিবারিক বন্ধনের কারণে বাধার মুখে পড়েন। নির্মাতা সৌখিন বলেন, তিনি শুধু গল্প বলতে চেয়েছেন, নাটক বা সিনেমা হিসেবে ভাবেননি। দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত এবং ভবিষ্যতে আরও বড় ক্যানভাসে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।