অনলাইন ডেস্ক :
ময়না ছলাক ছলাক’ এই গানটার সাথে আমরা অনেকেই বেশ ভালোভাবে পরিচিত। বহুদিন আগেকার গান এটি। তবে বর্তমান যুগে পুরনো বিভিন্ন গানকে নতুন করে রিমেক করা হচ্ছে। সম্প্রতি ‘ময়না ছলাক ছলাক’ গানটির নতুন ভার্সন এসেছে মার্কেটে। আর এই গানটির সাথেই ভারতের সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সোনামিকা নৃত্য পরিবেশন করেছেন। সম্প্রতি যা ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মাঝে।
সোনামিকা একজন দক্ষ নৃত্যশিল্পী। তিনি প্রায়ই নিজের ইউটিউব চ্যানেল থেকে নিজের নাচের ভিডিও শেয়ার করে থাকেন, যা নিঃসন্দেহে প্রশংসিত হয় নেটনাগরিকদের একাংশের মাঝে। ‘ময়না ছলক ছলক’এর নতুন ভার্সনে নাচার সময় লাল ও সাদার কম্বিনেশনে একটি ডিজাইনার ব্লাউজের সাথে নীল রঙের ঘাগড়া পরেছিলেন। সাথে নিয়েছিলেন নীল রঙের ওড়নাও। খোলা চুলে মাথায় দিয়েছিলেন ফুল। পাশাপাশি সেজেছিলেন মানানসই অলংকারে। নিঃসন্দেহে এই সাজে সোনামিকাকে বেশ ভালোই লাগছিল। তিন মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। বর্তমানে যার ভিউজ লাখো ছাড়িয়েছে।