
বিনোদন ডেস্ক :
মহাকাশে প্রথম চলচিত্রের শুটিং শেষ করে পৃথিবীতে ফিরে আসছেন রাশিয়ান ক্রুরা। মহাকাশে প্রথম সিনেমা নির্মান করতে পৃথিবী ছেড়েছিলেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড, পরিচালক ক্লিম শিপেনকো এবং মহাকাশচারী ওলেগ নোভিতস্কি। এখন তারা ঘরে ফিরতে প্রস্তুত। তাদের পৃথিবীতে ফিরে আসা সরাসরি সম্প্রচার করবে নাসা টিভি। ১৭ অক্টোবর দুপুর বেলা কাজাখাস্তানে অবতরণের কথা রয়েছে তাদের। সেখানে হেলিকপ্টার দিয়ে তাদেরকে প্রথমে কারাগান্ডা শহরে নিয়ে যাওয়া হবে। এরপর তারা ফিরে যাবেন রাশিয়ায়। গত ৫ই অক্টোবর মহাকাশে যাত্রা করেছিল দলটি। গত ১২ দিন ধরে তারা চ্যালেঞ্জ নামের সিনেমাটি মহাকাশে বসেই নির্মাণ করেছেন।