বিনোদন ডেস্ক :
‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন টলিউডের রাজপুত্র মহেশ বাবু। এ জন্য নাকি বলিউডের সিনেমাও ছেড়ে দিয়েছেন মহেশ। এ খবরটি পুরাতন হলেও নতুন খবর, আসছে বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং! নির্মাতা রাজামৌলির ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে এ নির্মাতার ড্রিম প্রজেক্ট ‘ট্রিপল আর’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি মুক্তির দিন চূড়ান্ত না হলেও চলতি বছরেই যে মুক্তি পাবে, এটা মোটামুটি নিশ্চিত। সূত্রটি জানায়, ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির পর কিছুদিন বিশ্রামে নেবেন রাজামৌলি। ফিরেই হয়তো আসছে জানুয়ারিতে মহেশবাবুকে নিয়ে পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন।