অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে বিজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে।
সিনেমাটির জন্য দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করেছেন বিজয়। শুটিংয়ের আগে বক্সার মাইক টাইসনের সঙ্গে রিহার্সেলও করেছেন এই নায়ক। রিহার্সেল করতে গিয়ে মাইকের ঘুষি খেয়েছিলেন বিজয়। এক সংবাদ সম্মেলনে স্মৃতি হাতরে এসব তথ্য জানান বিজয়।
ঘটনার বর্ণনা দিয়ে বিজয় বলেন—‘আমি তার (মাইক) হাত-পা, ঘাড় দেখে চিন্তিত হয়ে পড়েছিলাম। রিহার্সেলের সময়ে ভুল করে ঘুষি মেরেছিলেন, এরপর সারাদিন মাইগ্রেনের ব্যথায় কেটেছে। ঘুষি খেয়ে পড়ে যাইনি, তবে শরীর পড়ে যেতে চাচ্ছিল।’
আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়-অনন্যাসহ সিনেমাটির পুরো টিম। ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াচ্ছেন তারা।
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।