গেল ১লা জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। তার আগেই ‘ঘর ভাঙ্গা সংসার’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেন চলতি সময়ের চিত্রনায়িকা আঁচল। এতে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা ডিপজলের সঙ্গে। এর নির্মাতা মনতাজুর রহমান আকবর। এদিকে লকডাউনে সিনেমার শুটিং বন্ধ আছে। আঁচল চলতি বছরে ছবির সংখ্যায় বেশ এগিয়ে আছেন। তিনি নিজেও এখন কাজে খুব মনোযোগী বলে জানান। অভিনেত্রীর ভাষ্য, চলতি বছরে আমি কাজে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হয়েছি। কিছু কারণে মাঝে কাজ থেকে দূরে ছিলাম। তবে এখন আর কাজের বাইরে অন্য কিছুতে মন দিতে চাই না। আগামী দুই বছর এভাবে টানা কাজ করবো। লকডাউন শেষে আবার নতুন ছবির শুটিং শুরু হবে।