বিনোদন ডেস্ক :
মাদক মামলায় জড়ালো বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের নাম। ৪ বছর আগের এক মাদক মামলায় ফিল্মজগতের মোট ১২ জন তারকাকে তলব করেছে ইডি। সেই ১২ জনের মধ্যে আছেন রাকুলও। আরও আছেন অভিনেতা রানা ডঙ্গুবতী, রবি তেজা-সহ দক্ষিণী ছবির বেশ কয়েকজন তারকা। রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ই সেপ্টেম্বর। জানা গেছে, ইডির নজরে রয়েছে দক্ষিণী ছবির জনপ্রিয় মুখ তরুণ, তানিশ ও নান্দুরাও। উল্লেখ্য, গত বছর মাদককা-ে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করার পর রাকুল প্রীত সিংয়েরও নাম জড়িয়েছিল। সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল রাকুলের মোবাইল ফোনও। তবে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তদন্ত সেখানেই থেমে যায়।