মামলা জেতায় বন্ধুদের ৫৭ লাখ টাকার খাবার খাওয়ালের জনি ডেপ

মামলা জেতায় বন্ধুদের ৫৭ লাখ টাকার খাবার খাওয়ালের জনি ডেপ

অনলাইন ডেস্ক :

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের ওপর করা মানহানির মামলায় জিতেছেন হলিউড তারকা জনি ডেপ। ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বার হার্ডকে নির্দেশ দিয়েছেন আদালত। নিউইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, এই জয় উদযাপনে রোববার (৫ জুন) ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুদের জন্য এক পার্টির আয়োজন করেছিলেন এই হলিউড অভিনেতা। ওই ডিনার পার্টিতে জনি ডেপ ব্যয় করেছেন ৬২ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকার কাছাকাছি। প্রতিবেদনে জানানো হয়েছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকার এই বিশেষ পার্টি প্রায় তিন ঘন্টা ব্যাপী হয়েছে ‘ভারানসি’ নামের ৪০০ আসনের এক এক ভারতীয় রেস্টুরেন্টে। এটিই বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্টুরেন্ট। পার্টিতে উপস্থিত ছিলেন জনির বন্ধু সঙ্গীতশিল্পী বন্ধু জেফ বেকসহ আরও ২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *