অনলাইন ডেস্ক :
বাংলাভিশনে শুরু হয়েছে গুলশান হাবিব রাজীব ও আসিন জাহান-এর ঈদ ফ্যাশন ও কেনাকাটা বিষয়ক লাইফ স্টাইল শো ‘স্টাইল ফাইল’। প্রতি পর্বে নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউজের কেনাকাটার খুটিনাটি নিয়ে থাকবে প্রতিবেদন।
এছাড়া প্রতি পর্বে থাকছে একজন সেলিব্রেটির ফ্যশন ভাবনা। ‘স্টাইল ফাইল’ বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। আসিন জাহান তন্বি-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।