অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কয়েকদিন আগেই ধুমধাম করে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের পর আলিয়া পেয়েছেন আরেক মাকে। তিনি হচ্ছেন শাশুড়ি নীতু কাপুর। নিজের মা সোনি রাজদানের পাশাপাশি এখন নীতুরও মেয়ে হয়ে গেছেন আলিয়া। মা দিবসে দুই মায়ের সঙ্গে আলিয়ার ঝলমলে ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃদিবসে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন আলিয়া। মাঝখানে এই জনপ্রিয় অভিনেত্রী। দু’পাশে জড়িয়ে দুই মা— সোনি রাজদান এবং নীতু কাপুর। হাসিতে-খুশিতে তিন জনেই মাতোয়ারা। আদর-মাখা সেই সেলফির ক্যাপশনে আলিয়া লিখেছেন ‘আমার সুন্দরী মায়েরা! মাতৃদিবসের শুভেচ্ছা। আজ নয়, রোজ।’ জীবনের প্রতিটা দিনই আদরে-আবদারে স্নেহের বাঁধনে জুড়ে থাকেন প্রত্যেক মা ও মেয়ে। সেই সম্পর্ক প্রতিদিনই নতুন করে উদযাপনের দিন। মায়েদের এই বিশেষ দিনটিতে তাই সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি আলিয়া। সোনির আদরে-যত্নে তার বেড়ে ওঠা। আর নীতু তাকে ঘিরে রেখেছেন শ্বশুরবাড়িতে।