অনলাইন ডেস্ক :
পুরান ঢাকার ছেলে জয়নাল সর্দার। সবাই তাকে ভাইজান বলে ডাকে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি আর দাদাগিরি করে সময় কাটে ভাইজানের। একদিন এক ছিনতাইকারী সদরঘাটের মেয়ে অন্তরার ব্যাগ ছিনতাই করতে গেলে উল্টো ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে অন্তরা। ইচ্ছামতো ধোলাই দিয়ে নিজের ব্যাগ ছিনিয়ে নেবার সময় ভাইজানের চোখে পড়ে অন্তরা। প্রথম দেখাতেই অন্তরাকে মনে জায়গা দেয় ভাইজান। এমন গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ভাইজান’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা। নাটকটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন সোমবার (২৬ জুলাই) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।