মিসির আলি সিরিজ নিয়ে আসছেন নুহাশ হুমায়ুন!

মিসির আলি সিরিজ নিয়ে আসছেন নুহাশ হুমায়ুন!

অনলাইন ডেস্ক :

হুমায়ুন আহমেদের উপন্যাসের অমর সৃষ্টি মিসির আলি চরিত্র। এই কাল্পনিক চরিত্রটি উভয় বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই মিসির আলিকে নিয়ে হুমায়ুনপুত্র কি সিরিজি বানাতে চলেছেন? সম্প্রতি কলকাতার ফিল্ম প্রডাকশন কোম্পানি আরিত্রি গায়ানের এক প্রশ্নের জবাবে নুহাশ হুমায়ুন বলেন, আমি মিসির চরিত্রটির প্রতি ন্যায়বিচার করতে চাই যখন তা স্ক্রিনে ফুটিয়ে তোলা হবে।

কেননা, মিসির আলি সিরিজের গল্পে একটা অন্ধকার দিক আছে। যদিও মানুষ হুমায়ুন আহমেদের অধিকাংশ চরিত্রগুলোর প্রতিই মুগ্ধ। তবে মিসির আলিতে রয়েছে যুক্তি এবং অলৌকিক বিষয়ের একটি অভ্যন্তরীণ লড়াই। আমি চাই এটি যখন বানানো হবে তা যেন আন্তর্জাতিক মানের হয়। অনেক বাংলাদেশী ও ভারতীয় প্লাটফর্ম মিসির আলির স্বত্ব চেয়েছিলো। তবে আমি বৈশ্বিক কিছু করতে চাই। আমি বিশ্বাস করি এই চরিত্রগুলো আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে পারে। আমি নেটফ্লিক্স মানের মিসির আলি সিরিজ বানাতে চাই।

ইতিমধ্যেই বিভিন্ন নাটক ও শর্টফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন হুমায়ুনপুত্র। তার বানানো ভৌতিক সিনেমা সুনাম কুড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও। এবার কি তাহলে পিতার সৃষ্ট অনবদ্য চরিত্রগুলো নিয়ে সিরিজ বানাতে চলেছেন এই তরুণ চলচ্চিত্র নির্মাতা। যদি তাই হয়, তাহলে নিঃসন্দেহে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাজিমাত করতে চলেছেন নুহাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *