অনলাইন ডেস্ক :
মার্ভেলের প্রথম মুসলিম সুপার হিরো ইমান ভেলানির জন্ম পাকিস্তানের করাচিতে। বর্তমানে তার দেশ কানাডা হলেও ইমান ভেলানি এখন এশিয়ার প্রায় সব দেশের অনেক নারীর প্রিয় ‘সুপার হিরো’। এশিয়া ছাড়িয়ে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে ১৯ বছর বয়সী ইমানের জনপ্রিয়তা। মার্ভেলের সুপার হিরো কমলা খানের চরিত্রে অভিনয় করে ইমান ভেলানি এখন সুপারস্টার।
মাত্র এক বছর বয়সে করাচি থেকে বাবা-মায়ের সাথে কানাডায় চলে আসা ইমান এমনিতেও কমিক পড়তে খুব ভালোবাসেন। ‘মিস মার্ভেল’-ও আগেই পড়েছিলেন। কিশোরী মন মার্ভেলের নতুন সুপারহিরো হওয়ার স্বপ্নও দেখেছিল তখন। ২০২০ সালে কমলা খান হওয়ার জন্য অভিনেত্রী খোঁজার খবর শুনেই কর্তৃপক্ষকে চিঠি লিখতে একটুও দেরি করেননি ইমান। পরের দিনই ডাক আসে তার। স্ক্রিন টেস্টসহ যোগ্যতা যাচাইয়ের যাবতীয় পরীক্ষায় টিকেও যান তিনি। গত ৮ জুন ডিজনি প্লাসে ‘মিস মার্ভেল’-এর প্রিমিয়ারের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ইমান ভেলানি। খুব প্রশংসিত হয়েছে তার অভিনয়। কী আছে সেই গল্পে? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে প্রথম মুসলিম সুপার হিরোর গল্পে খুঁটিনাটি।