মুক্তির অপেক্ষায় কলকাতার অভিনেত্রীর সিনেমা

মুক্তির অপেক্ষায় কলকাতার অভিনেত্রীর সিনেমা

অনলাইন ডেস্ক :

কলকাতার অভিনেত্রী সাবর্ণী অভিনীত সিনেমা ‘ও মাই লাভ’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি দিতে পারেনি। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার প্রকাশ করা হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির ও বরদা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার।

২০১১ সালে র‍্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সাবর্ণী। পরের ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। পরে ‘সুপার হিট’, ‘শ্রেষ্ঠ বাঙালি’ সিনেমায় অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *