বিনোদন ডেস্ক :
আগামী ২৫ নভেম্বর প্রকাশ পেতে যাচ্ছে শামীম রেজা অভিনীত ‘প্রেমের হাওয়া’ শিরোনামে একটি গান। এটি সুর করে গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সুরকার ও কন্ঠশিল্পী বেলাল খান এবং জারা হক। আফজাল শরিফের গীতিকথায় এ গানের সংগীতায়োজন করছেন বেলাল খান নিজেই।
নির্মাতাত শওকত মামুনের পরিচালনায় নির্মান করা হয়ছে এটির গান চিত্র। অভিনয় করছেন শামীম রেজা ও মুনমুন রহমান। সান প্রোডাকশন হাউজের ইউটিউব চ্যানেলে ‘প্রেমের হাওয়া’ গানচিত্রটি প্রাকাশ করা হবে বলে অভিনেতা শামীম রেজা জানান।
তিনি বলেন, অসাধারণ একটি কাজ করেছি। আশাকরছি সবার ভালো লাগবে। বেলাল খান বলেন, সব মিলিয়ে সুন্দর একটি গান হয়েছে। সবার মন ছুঁয়ে যাবে।