অনলাইন ডেস্ক :
মুক্তি পেলো মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার ট্রেইলার। ট্রেইলারটি মঙ্গলবার (৭ জুন) মুক্তি পেয়েছে।ট্রেইলারে দেখা গেছে, মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আটকে পড়া আটজন মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। এছাড়া এ সিনেমায় সম্পূর্ণ নতুন লুকে ধরা দিয়েছেন অভিনয়শিল্পীরা। ট্রেইলারটি মুক্তি পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি’সহ আরও অনেকে।