অনলাইন ডেস্ক :
মুক্তি পেতে যাচ্ছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী জুটির নতুন সিনেমা ‘পাপ পুণ্য’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ সিনেমাটি আগামী ২০ মে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশীদ, গাউসুল আলম শাওন প্রমুখ। ২০১৯ সালে মোট ৩৪ দিনে ‘পাপ পুণ্য’ সিনেমার শুট শেষ হয়। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায় এটি। কানাডা ও যুক্তরাষ্ট্রের ১১২ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’। এছাড়াও দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। নতুন সিনেমা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘আমি সিনেমার ক্যারিয়ারে দর্শককে কখনও হলে এনে হতাশ করিনি। সেই ধারাবাহিকতায় এই সিনেমাটি করেছি। আমি মনে করি, সারা পৃথিবীর বাঙালি এই সিনেমাটি দেখবেন। কারও সময় এবং অর্থ বৃথা যাবে না বলে আমি বিশ্বাস করি।’