অনলাইন ডেস্ক :
অবশেষে প্রকাশ হলো অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলার। সোমবার (৯ মে) মুম্বাইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘পৃথ্বীরাজ’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে মানুষীর। ‘পৃথ্বীরাজ’-এর ট্রেলারে পৃথ্বীরাজের যুদ্ধের বেশ কিছু ঝলক দেখা গেছে।
সেইসঙ্গে রাজত্ব থেকে যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ানো এক রাজার প্রেমকাহিনিও দেখা গেলো। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্ত এবং সোনু সুদকেও। তাদের চরিত্র কী ধরণের হতে চলেছে তারও আভাস মিলেছে ট্রেলারে।