মুক্তি পেল আরমান খান এর ‘আসা-যাওয়া’

মুক্তি পেল আরমান খান এর ‘আসা-যাওয়া’

নিউজ ডেস্ক :

মুক্তি পেল বাংলাদেশের প্রখ্যাত সুরকার আরমান খানের নতুন গান ‘আশা যাওয়া’। গানটি লিখেছেন কিংবদন্তী গীতিকার বাপ্পি খান।

‘আসা যাওয়া’ গানটির মাধ্যমে আরমান খান এবং বাপ্পি খান প্রথমবার একসঙ্গে কাজ করেছেন। গানটির সুর ও সঙ্গীত করার পাশাপাশি গানটি গেয়েছেনও আরমান খান।

গানের রিদম প্রোগ্রাম, সাউন্ড ডিজাইন ও মিক্সিং-মাস্টারিং করেছেন তার ছোট ভাই আদনান খান। গিটার বাজিয়েছেন নিউটন দেব। গানটির ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান।

প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ অক্টোবর জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানটি প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু’কে উৎসর্গ করা হয়েছে।

গানের ভিডিও লিংক : আসা-যাওয়া (আরমান খান) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *