অনলাইন ডেস্ক :
মুক্তি পেল দেশের জনপ্রিয় শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বির এর গান ‘কাঁদে মন’! গানটির কথা, সুর, সঙ্গীত ও কন্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির নিজেই। সারা বিশ্বব্যাপী গানটির অডিও প্রযোজনা, প্রকাশনা ও মার্কেটিং করেছে রাকিব মোসাব্বিরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘টোন ফেয়ার’! গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে রাকিবের নিজস্ব চ্যানেল ‘টিউন ফ্যাক্টরি’তে। গানটি ইউটিউব, ফেসবুক, টিকটক’সহ শ্রোতারা শুনতে পারবেন আন্তর্জাতিক বিভিন্ন অডিও প্লাটফর্ম এ। আন্তর্জাতিক অডিও প্লাটফর্মগুলো হল- স্পটিফাই, আইটিউনস, আমাজন মিউজিক, সাভান ডটকম, গানা ডটকম ইত্যাদি৷ এছাড়া বাংলাদেশের অডিও প্লাটফর্ম স্বাধীন মিউজিক ও কলার টিউনেও গানটি সবাই ডাউনলোড করতে পারবেন।
রাকিব মোসাব্বির জানান, তার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘টোন ফেয়ার’ এবং তার ইউটিউব চ্যানেল ‘টিউন ফ্যাক্টরি’ প্রায় ৮ বছর ধরে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গান অনলাইন ও ডিজিটাল প্লাটফর্ম এ প্রকাশ করে আসছে। এই পর্যন্ত রাকিব মোসাব্বিরের অডিও প্রযোজনা সংস্থা টোন ফেয়ার ও টিউন ফ্যাক্টরি (ইউটিউব চ্যানেল) মিলে প্রায় ২০০ গান প্রকাশ করেছে আন্তর্জাতিক অডিও প্লাটফর্মগুলোতে।
উল্লেখ্য রাকিব মোসাব্বির এই পর্যন্ত নিজের সুর ও সঙ্গীতে ৬০০’র উপরে মৌলিক গান করেছেন। তার মধ্যে জনপ্রিয় মৌলিক গান রয়েছে অর্ধশতাধিক।
গানের লিংক : Kade Mon By Rakib Musabbir