১২ জুলাই রাতে মুক্তি পেয়েছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘মরীচিকা’। ৮ পর্বের এ সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। শুটিং শুরুর সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিরিজটি, চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে। সিরিজটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, চুমকি, শিমুল খান প্রমুখ। ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে ১২ জুলাই রাত সাড়ে ৮ টায় তাদের অ্যাপ ও ওয়েবসাইটে অবমুক্ত হয়েছে ‘মরীচিকা’। এ সিরিজটির মধ্য দিয়েই উদ্বোধন হলো দেশের নতুন এ স্ট্রিমিং প্লাটফর্ম। ‘মরীচিকা’ দেখতে দর্শকদের খরচ হবে ৫০ টাকা।