অনলাইন ডেস্ক :
সম্প্রতি তাকে পুলিশের পোশাক পরে রাস্তায় হিরোগিরী করতে দেখা যায়। তার সে সময়ের ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। এখানেই থেমে থাকেননি তারপর তাকে বেসুর গলায় রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। এরপর রবীন্দ্র সংগীত প্রেমীরা ক্ষেপে যায় তার ওপর।
উপরোক্ত কারণের জন্য তার বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে ২৯ নম্বর কোর্টে ৪৬১/২২ ধারায় মামলা করা হয়েছিল। মামলাটির তদন্ত করা হয়েছিলো রাজধানীর হাতিরঝিল থানায়।
অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্র সংগীতসহ সংস্কৃতি বিকৃতি করার অভিযোগে হিরো আলমকে ডেকেছিল ডিবি পুলিশ। বুধবার (২৭ জুলাই) বেলা ১১টা থেকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় হিরো আলমকে।
ডিবি প্রধান সময় সংবাদকে বলেছেন, জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়েছেন হিরো আলম। মুচলেখায় উল্লেখ করে হিরো আলম বলেছেন, তিনি আর কখনো এমন কিছু করবেন না।
সূত্র : সময় টিভি।