অনলাইন ডেস্ক :
নেটফ্লিক্সে এই মুহূর্তের সবচেয়ে সফল এবং আলোচিত শো-গুলোর একটি সঞ্জয় লীলা ভানসালির ‘হীরামান্ডি।’ এবার আসছে ‘হীরামান্ডি টু’। সোমবার সেই খবরই জানালো নেটফ্লিক্স, সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, হীরামান্ডি টু’-যখন আসবে’। এক বিবৃতিতে সঞ্জয় লীলা ভানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শো-টি। সেজন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সাথে জানাচ্ছি যে সিজন টু নিয়ে আমরা ফিরবো।’ অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। সিরিজটিতে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লীর গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ এটি। আট পর্বের সিরিজটি আইএমডি রেটিংয়েও আছে ভালো অবস্থানে। ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কেরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, ফারদিন খান, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com