মুসকান জুবেরী রূপে অন্যরকম এক বাঁধন

মুসকান জুবেরী রূপে অন্যরকম এক বাঁধন

অনলাইন ডেস্ক :

সৃজিত মুখার্জির দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। আগামী ১৩ আগস্ট ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেতে যাচ্ছে। রোববার (২৫ জুলাই) ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে মুসকান জুবেরীর চরিত্রে ধরা দিয়েছেন অন্যরকম এক আজমেরি হক বাঁধন। এই সিরিজটির মাধ্যমে প্রথমবার সৃজিতে সঙ্গে কাজ করলেন বাংলাদেশের এই অভিনেত্রী। আড়াই মিনিটের ট্রেলারটির পরতে পরতে রয়েছে রহস্য, খুন আর রক্তের গন্ধ। বাঁধন ছাড়াও সিরিজটিতে আরও রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, অঞ্জন দত্তসহ অনেকে। ট্রেলারে নজর কেড়েছে আতর আলির ভূমিকায় অনির্বাণের ভিন্ন স্বাদের অভিনয়। সেসঙ্গে নিরুপম চন্দের ভূমিকায় রাহুল বোসের পরিণত অথচ ঠাণ্ডা অভিব্যক্তি যে রহস্যকে আরও জমাট করে তুলেছে। নজর কেড়েছেন অঞ্জন দত্তও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *