বিদেশে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে পরিচিতি পাওয়া সিনেমাটি দেশে এসে কেন ‘শিমু’ হয়ে গেল। এ বিষয়ে ‘মেইড ইন বাংলাদেশ’ ছবিটির নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, ‘২০১৮ সালে চিত্রনাট্য লেখার সময় সিনেমাটির নাম “শিমু”ই ছিল। সে সময় আমার কাছে মনে হয়েছিল, “শিমু” নামটিই সেরা। কারণ, শিমুর গল্প নিয়েই সিনেমাটি। গল্পে শিমুর সংগ্রামটাই তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আমাদের মনে হয়েছিল, “মেইড ইন বাংলাদেশ” হতে পারে। যে কারণে নামটি দেওয়া। এখন দেশের দর্শকের কাছে মূল নামেই সিনেমাটি নিয়ে যেতে চাই।’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা শিগগির সেন্সর পাব বলে আশা করছি। তবে এখনই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। প্রচার–প্রচারণা করে আগামী বছরের প্রথম দিকে সিনেমাটি দর্শকের সামনে আনতে চাই।’ ‘শিমু’ সিনেমায় নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে। ২০১৯ সালের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা’ শাখায় ‘মেইড ইন বাংলাদেশ’ নামে ছবিটি দেখানো হয়েছিল। স্টকহোম, এশিয়া প্যাসিফিক ছাড়াও বেশ কিছু উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছিল ‘মেইড ইন বাংলাদেশ’।