বিনোদন ডেস্ক :
সদ্য ইউটিউবে অবমুক্ত হয়েছে আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের গানের ভিডিও ‘মেহেরবান’। এতে মডেল হয়েছেন আয়শা মারজানা। নান্দনিক লোকেশন এবং নির্মাণে দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে এটি। পুরান ঢাকা, শাহবাগ ও মতিঝিলের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন করা হয়। গানের ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা শাহরিয়ার পলক। এ প্রসঙ্গে আয়শা মারজানা বলেন, এটি আমার অষ্টম মিউজিক ভিডিও হলেও আগের কাজগুলোর চেয়ে এটা আমার কাছে অনেক বেশি প্রিয়। কারণ আমি যতগুলো মিউজিক ভিডিও করেছি তার সবগুলোই অভিনয়ের সুযোগ ছিলো না। কিন্ত ‘মেহেরবান’ কাজটাতে আমি অভিনয় করার অনেক সুযোগ পেয়েছি।