বিনোদন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। অভিনয়ের বাইরে এবার গানে নাম লিখালেন তিনি। জি-সিরিজ থেকে গতকাল প্রকাশ হয়েছে তার ‘তোমায় ঘিরে সব’ শিরোনামের একটি গান। এতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন সেতু। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। অভিনয় থেকে হঠাৎ গানে কেন? এ অভিনেত্রী বলেন, আগে বিভিন্ন সময় নাটকের জন্য গান গেয়েছি। বাংলাভিশনে প্রচার চলতি ‘বিবাহ হবে’ ধারাবাহিকের টাইটেল গানটি আমার গাওয়া। তাই গাওয়ার অভিজ্ঞতা আছে। এবারের ঈদ পরিবারের সদস্যদের সঙ্গেই কাটিয়েছেন বলে জানান এ অভিনেত্রী। মোশাররফ করিমের কাছ থেকে ঈদে সালামি পেয়েছেন? উত্তরে জুঁই বলেন, মোশাররফের কাছ থেকে এবার সালামি পাইনি। আর আমিও সালামি চাইনি। গত বছর দিয়েছিলো সে। এছাড়া তার কাছে সালামি চাইলে তার উত্তর হচ্ছে সব কিছুইতো তোমার! এদিকে চলতি লকডাউনে এই অভিনেত্রী ঘরবন্দি সময় পার করছেন। একইসঙ্গে নিজের অভিনীত নাটকগুলো দেখছেন বলে জানান।