বিনোদন ডেস্ক :
বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনীত জনপ্রিয় সিরিজ নাটকের মধ্যে অন্যতম হল ‘যমজ’ নাটক। এ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর এই নাটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে ১৪টি সিক্যুয়েল।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে এ নাটকের ১৫তম সিক্যুয়েল। এবার নাটকটিতে যুক্ত হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন।
যথারীতি আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। নাটকটি পরিচালনা করছেন আজাদ কালাম।
খুব শীঘ্রই নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। আসছে ঈদুল ফিতরে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবং ইউটিউবেও মুক্তি পাবে।