মোশাররফ করিম এবার আইজ্যাক নিউটন রুপে

মোশাররফ করিম এবার আইজ্যাক নিউটন রুপে

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনয় দক্ষতায় প্রতিবারই চমক দেখান। সেটা হোক সিনেমা, নাটক অথবা ওয়েব সিরিজে। এবার তিনি হাজির হচ্ছেন জগৎখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের রূপে। এবার তিনি সাজলেন ‘আইজ্যাক লিটন’।

আসছে মোশাররফ করিমের নতুন একটি ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’! ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে মোশাররফের অবয়বে ফুটে উঠেছে স্যার আইজ্যাক নিউটনের ছায়া। করছেন আপেল নিয়ে গবেষণা। এতে মোশাররফ করিমের সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। নানা ধরনের উদ্ভট কাণ্ডে জড়িয়েছেন তিনিও। ইতিমধ্যে এ অভিনেত্রী শুটিং করেছেন সাপ গলায় পেঁচিয়ে।

ওয়েব সিরিজ প্রসঙ্গে নির্মাতা আশরাফুজ্জামান বলেন, স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আইজ্যাক লিটন’। মূলত বিনোদনের জন্যই তৈরি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে এটি দেখতে পাবেন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *