অনলাইন ডেস্ক :
নিজস্ব সংস্কৃতির রীতিনীতি অনুযায়ী পরিপাটি আকর্ষণীয় পোশাক। চোখ ধাঁধানো নানা সাজসজ্জায় তরুণ-তরুণীরা সমবেত। রংবেরংয়ের মরিচ বাতির আলোর জলকানি। নির্দিষ্ট এলাকাজুড়ে মন জুড়ানো আলোক সজ্জার বৃত্তাকার বেষ্টনী। ওই এলাকাজুড়ে আলো আঁধারের খেলায় এক অন্যরকম আবেশ।
সমবেত নানা বয়সের সকলেরই অপেক্ষা অন্যান্য ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা শেষে থাবল চুম্বা নৃত্যের। এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুরু হলো তরুণ-তরুণীর দীর্ঘদলবদ্ধ রোমাঞ্চকর সেই নৃত্য।
মধ্যরাতে থাবল চুম্বা নৃত্যে বা চন্দ্রনী নৃত্যে উন্মাতাল ছিল তরুণ- তরুণীরা। প্রাণবন্ত এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন কয়েক সহস্রাধিক দর্শক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সের মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের লোকজনের সমাগমে সরগরম ছিল অনুষ্ঠানস্থল। মণিপুরীদের বর্ষবরণ ‘চৌরাওবা’ উৎসব জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর সামনে তেতই গাঁও আদমপুর এলাকায় শনিবার সকাল থেকে শুরু হয়ে চলে রাত প্রায় ২টা পর্যন্ত।