মৌসুমী আপা একই অভিযোগ করলে সাজা মাথা পেতে নেব: জায়েদ খান

মৌসুমী আপা একই অভিযোগ করলে সাজা মাথা পেতে নেব: জায়েদ খান

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে জায়েদ খান চার মাস ধরে হয়রানি ও বিরক্ত করছেন বলে অভিযোগ এনেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। রোববার (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জায়েদ খান তার সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করেন ওমর সানি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘আমি মৌসুমী আপাকে হয়রানি ও বিরক্ত করেছি, এটা তো আপাকে বলতে হবে, ওমর সানি ভাই বললে তো হবে না। উনি ছাড়া আর কেউ অভিযোগ করলে তো হবে না। আপা যদি একই অভিযোগ করে, আমি যে কোনও সাজা মাথা পেতে নেব। আপনারা আপার সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য নেন, আমি কীভাবে উনাকে বিরক্ত করেছি। আপাকে শুধু সম্মান করা যায়, উনি আমাদের দেশের গর্ব। আমি শিল্পী মানুষ, উনাকে কেন বিরক্ত করব।’ সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশল প্রসঙ্গে এই চিত্রনায়কের ভাষ্য, ‘এসব পুরোপুরি মিথ্যা। সানি ভাই কেন এসব করছেন, আমি বুঝতে পারছি না। আপনারা মৌসুমী আপার কাছে জানতে চান, আমি উনার অসম্মান হয় এমন কোনও কাজ করেছি কি না।’ অভিযোগে ওমর সানি দাবি করেছেন, ‘এসব অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোনও সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’ পিস্তল ইস্যুতে জায়েদ খানের বক্তব্য, ‘আমার কাছে ওই দিন কোনও পিস্তল ছিল না। পারলে উনি প্রমাণ দিয়ে দেখাক।’ এর আগে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *