ম্যানহোলের ঢাকনার সামনে ছবি তুললেন প্রিয়াঙ্কার!

ম্যানহোলের ঢাকনার সামনে ছবি তুললেন প্রিয়াঙ্কার!

অনলাইন ডেস্ক :

মার্কিন দেশে থেকেও প্রিয়াঙ্কা একেবারে পাক্কা ‘দেশি গার্ল’। বিদেশের মাটিতে ভারতীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য খুলেছেন রেস্তরাঁ। কিন্তু সেখানের রাস্তার ম্যানহোলের সামনে ছবি তুলে হইচই ফেলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া!

হঠাৎ কেন ম্যানহোলের সামনে বসে ক্যামেরার জন্য পোজ দিলেন দেশি গার্ল? কারণ, ওই ম্যানহোলের ঢাকনায় লেখা ভারতের নাম। আরেকটু স্পষ্ট করে বললে, সেখানে স্পষ্ট অক্ষরে লেখা- ‘Made In India’। অর্থাৎ, ভারতে তৈরি ম্যানহোলের ঢাকনা বসেছে মার্কিন মুলুকের রাস্তায়। যা দেখে দেশি গার্ল নিজের দেশের জন্য একেবারে খুশিতে ডগমগ। তাই দেরি না করে, তড়িঘড়ি ছবি তুলে ফেললেন। সেখানে অবশ্য অভিনেত্রীর পাশে তার ভাইঝি কৃষ্ণাকেও দেখা গিয়েছে পোজ দিতে।

রাস্তায় হাঁটু মুড়ে বসে রকস্টার সাইন দেখিয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। পরনে সাদা টি শার্ট আর লাল রঙের ট্র্যাক প্যান্ট। সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে হ্যাশট্যাগ দিয়েছেন #madeinindia, ট্যাগ করেছেন তাঁর তুতো বোন দিব্যা জ্যোতিকেও।

এই ম্যানহোলের ঢাকনার সামনে পোজ দেওয়া যে ছবি প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, আর তাতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *