বিনোদন ডেস্ক :
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই ও পাশা ভাই নামের চরিত্রগুলোও যেন দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ শুরু হতে যাচ্ছে। দারুণ জনপ্রিয় এই সিরিয়ালে কাবিলা চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, শুভ চরিত্রে দেখা যায় মিশু সাব্বিরকে এবং অন্তরা চরিত্রে আছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এবার এই তিন তারকা যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে যোগ দিতেই তাদের এই সফর। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে শো-টাইম মিউজিক। আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে বসবে এবারের আসর। আমাজুরা কনসার্ট হলে এবারের আয়োজনে থাকবে একাধিক চমক। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।