যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’

বিনোদন ডেস্ক :

আজ শুক্রবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। দেশের চারটি প্রেক্ষাগৃজে আজ দেখা যাচ্ছে ‘চন্দ্রাবতী কথা’ ছবিটি। এরমধ্যে রয়েছে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)। বাংলাদেশের প্রথম নারী কবি চন্দ্রাবতী রচিত মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ অমর সৃষ্টি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরও অভিনয় করেছেন, কাজী নওশাবা আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *