যে কারণে ‘টাইগার থ্রি’ নিষিদ্ধ হচ্ছে ৩ দেশে

যে কারণে ‘টাইগার থ্রি’ নিষিদ্ধ হচ্ছে ৩ দেশে

অনলাইন ডেস্ক |

দীপাবলি উৎসবে রোববার মুক্তি পাবে মণীশ শর্মার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে মুক্তির আগে শনিবার হঠাৎই জানা যায়, মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি।

সত্যই কি তাই? বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা। ভারতের সিনেমার আয়ের বড় অংশ আসে দেশের বাইরে থেকে। এমন অনেক সিনেমা আছে, যেটি ভারতে ফ্লপ হলেও বিদেশে হিট হয়েছে। দেশের বাইরে ভারতীয় সিনেমার বড় বাজার মধ্যপ্রাচ্য। সেখানকার তিন দেশ কুয়েত, কাতার ও ওমানে ‘টাইগার থ্রি’ নিষিদ্ধের খবর তাই উদ্বেগ তৈরি করেছিল। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশ তিনটি সিনেমার ‘ইসলামবিরোধী’ বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কোনো কোনো গণমাধ্যম আবার প্রতিবেদন করেছে, সিনেমাটিতে থাকা ক্যাটরিনা কাইফের তোয়ালে-অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে।

‘টাইগার থ্রি’র সঙ্গে যুক্ত একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলে, ‘মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধের খবর সঠিক নয়। কয়েকটি দেশের কর্তৃপক্ষ সিনেমার বিষয়বস্তু নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আমাদের জানিয়েছেন। কিন্তু এখনো নিষিদ্ধ করেননি। তাদের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে অবশ্যই ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সিনেমাটি মুক্তি পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *