যে কারণে সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ‘দ্য কাশ্মীর ফাইলস’

যে কারণে সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ‘দ্য কাশ্মীর ফাইলস’

অনলাইন ডেস্ক :

ভারতে অবিশ্বাস্য ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটির বাজেট ছিল মাত্র ১৪ কোটি রুপি। কিন্ত মুক্তির পর তুমুল জনপ্রিয়তার সুবাদে এর আয় ছাড়িয়ে যায় ২৫০ কোটি রুপি। বহুল আলোচিত এই সিনেমা নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর সরকার। দেশটির সিনেমা নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিষয়বস্তু তাদের নিয়ম-নীতির বাইরে।

এই বিবৃতিতে সম্মতি দিয়েছে সিঙ্গাপুরের সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিনেমায় তুলে ধরা হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্যাতনের চিত্র। যেটা ঘটেছিল ১৯৯০ সালের দিকে। লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিতকে বিতাড়িত করা হয়েছিল কাশ্মীর থেকে। ওই আগ্রাসনের নেপথ্যে মুসলিমদের দায়ী করেন অনেকে। সিনেমায়ও সেটা তুলে ধরা হয়েছে। এজন্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ আছে। এ কারণেই সিঙ্গাপুরে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *