অনলাইন ডেস্ক :
আথিয়া শেঠি। হয়তো এখনও চেনেন কেউ সেভাবে। তবে শেঠি পদবি জুড়ে থাকার কারণে অনেকেই বলবেন- হ্যাঁ জানি, বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে। আর সেই আথিয়ার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বলিউড সুপারস্টার সালমান খান! অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্যি। তবে এমন কিছু ঘটেও যায়নি যে সালমান তার তুলনা পুচকে মেয়ের কাছে ক্ষমা চাইবেন। ঘটনাটি সালমানের বড়ভাই আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন ২’-এর। ওই অনুষ্ঠানের একপর্যায়ে তিনজনের নাম উল্লেখ করে সালমানকে প্রশ্ন করেন আরবাজ, এদের মধ্যে কাকে ফলো করো না তুমি? ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি ও আথিয়া শেঠি? একটু ভেবে জবাবে সালমান খান বলেন, সংগীতা বিজলানি। তখন সালমানের ভুল শুধরে দেন আরবাজ। বলেন, উহু সংগীতা নয়, বরং আথিয়াকে ফলো কর না তুমি। আরবাজ এ কথা বলার পর পরই সবার সামনে আথিয়া শেঠির কাছে হাতজোড় করে ক্ষমা চান সালমান খান।