অনলাইন ডেস্ক :
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার হিরো রজনীকান্ত। বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল উপহার দিয়েছেন। ৭১ বছর বয়সী এই অভিনেতা এখনও সরব। পরিচালক নেলসন দিলীপকুমার তাকে নিয়ে নির্মাণ করছেন ‘জেলার’।
এরই মধ্যে সিনেমাটির শুটিং ধারণ শুরু হয়েছে বর্তমানে হায়দরাবাদে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এবার সিনেমাটিতে যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে তামান্নার চরিত্র ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী লটের শুটিংয়ে অংশ নেবেন তামান্না। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে বড় বাজেটের এ সিনেমা। শুটিংয়ের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন—রামায়্যা কৃষ্ণান, শিবা রাজ কুমার প্রমুখ।