অনলাইন ডেস্ক ঃ
সম্প্রতি নগ্ন অবস্থায় এক ফটোশুট করেছেন রণবীর সিং। আর এই নিয়ে তোলপাড় হচ্ছে নেটপাড়ায়। ট্রোলিংয়ের পাশাপাশি এখন আইনি ঝামেলায়ও পড়তে দেখা যাচ্ছে। নগ্ন ফটোশুট শেয়ার করার জন্য মুম্বাইয়ের চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রণবীরকে গ্রেফতারের দাবিও উঠেছে। রণবীরের বিরুদ্ধে ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করার অভিযোগ রয়েছে।
এক এনজিও পরিচালনাকারী ললিত শ্যাম রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাদের অভিযোগ, রণবীর সিংয়ের নগ্ন ছবি দেখে নারীদের মনে লজ্জা জাগবে। তাদের দাবি, টুইটার ও ইনস্টাগ্রাম থেকে রণবীরের নগ্ন ছবি মুছে ফেলা উচিত। সোমবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
এফআইআর দায়ের করা আইনজীবী বলেছেন, তারা রণবীর সিংয়ের গ্রেফতার চান। সোমবার (২৫ জুলাই) তিনি থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। পুলিশ তদন্তের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আইনজীবী জানান, আইপিসির ২৯২ ধারায় ৫ বছর এবং ২৯৩ ধারায় ৩ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে ৫ বছরের সাজা হতে পারে।
সূত্র: আজতাক বাংলা
রণবীর সিংকে নিয়ে তুমুল চর্চা নেটপাড়ায়। ক্যামেরার সামনে নগ্ন হওয়া চারটিখানি কথা নয়! সে নারী হোক কিংবা পুরুষ হোক। ‘বুকের পাটা লাগে বস..!’, মন্তব্য অনুরাগীদের। মিলিন্দ সোমান ছাড়া বলিপাড়ার বর্তমান প্রজন্মের কেউ এমন দুঃসাহস দেখিয়েছেন বলে মনে হয় না! কিন্তু করে দেখালেন ‘গাল্লিবয়’। সপাটে বললেন, “নগ্নতা আহামরি কিছু তো নয়।” এবার তারই মাশুল গুনতে হল রণবীর সিংকে। পুলিশি ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেতা।
প্রসঙ্গত, রণবীর সিংয়ের এমন দুঃসাহসিক কর্মকাণ্ড দেখে নেটদুনিয়ার নীতিপুলিশেরা চোখ কপালে তুললেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের একাংশ। আর এই বোল্ড ফটোশুটের তারিফও করেছেন অনেকে। কিন্তু ফটোশুটে নগ্নতা-ই কাল হল অভিনেতার। কারণ, সোমবার রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল মুম্বইয়ের চেম্বুর থানায়। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।
পূর্ব মুম্বইয়ের শহরতলীর এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই চেম্বুরে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ। ওই সংস্থার তরফে FIR দায়েরের দাবিও উঠেছে। তবে সোমবার রাত অবধি কোনওরকম এফআইআর দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, রণবীরের নগ্ন ফটো ভাইরাল হতেই দেখা গিয়েছিল, শরীরে একটাও সুতো অবধি নেই। অনাবৃত গা। কখনও গালিচার ওপর শুয়ে, আবার কখনও বা আলো আঁধারিতে মনোক্রম মুডে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরেছেন। বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই। চোখেমুখে সাহসীকতার ছাপ স্পষ্ট! আর সেই ছবি নিয়েই ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। তবে সূত্রের খবর বলছে, স্ত্রী দীপিকা পাড়ুকোন কিন্তু স্বামী রণবীর সিংয়ের পাশেই রয়েছেন। বরং, অভিনেতাকে যথেষ্ট সমর্থনও করেছেন এই ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ ফটোশুট করার জন্য।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।