অনলাইন ডেস্ক :
বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর। তাকে শেষ বারের মতো ‘সাঞ্জু’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় দেখা যায়। এর পর আর তাকে সিনেমায় দেখা যায়নি। কিন্তু এবার ২০২২ সালে পর্দায় ফিরেছেন রণবীর। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শামসেরা’ ছবি। এর আগে রণবীরের ‘শামসেরা’ সিনেমার লুকের একটি মোশন ভিডিও প্রকাশ করা হয়েছিল। যদিও সেখানে তাকে দেখা যায়নি। ব্যাকগ্রাউন্ডে তার গলায় শোনা যায়, ‘কারাম সে ডাকাত, ধারাম সে আজাদ’। তবে এবার নেট দুনিয়ায় ফাঁস হয়েছে রণবীরের ফাস্ট লুক পোস্টার। যেখানে ভয়ঙ্কর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাকে। যদিও এই পোস্টারের বিষয়ে প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ‘শামসেরা’ সিনেমায় রণবীরকে ডাকাতের ভূমিকায় দেখা যাবে। ইতোমধ্যেই নেট দুনিয়ায় রণবীরের এই ‘শামসেরা’ সিনেমার লুকটি ভাইরাল হয়ে গেছে। তার এমন লুকে মুগ্ধ নেটজনতা। ছবিটি এই বছরের ২২ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।