রণবীর-শ্রদ্ধার ভিডিও ফাঁস!

রণবীর-শ্রদ্ধার ভিডিও ফাঁস!

অনলাইন ডেস্ক :

শুটিংয়ে ব্যস্ত রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। কিন্তু নাম ঠিক না হওয়া লাভ রঞ্জনের নতুন সিনেমার সেট থেকে একটি ভিডিও ফাঁস হয়েছে। সেটি এখন অন্তর্জালে ভাইরাল। ভিডিওতে দেখা যায়- পুরনো দিনের বিরাট এক হাভেলিতে রোমান্টিক গানের তালে নাচছেন রণবীর-শ্রদ্ধা। পুরো বাড়ি গাদা ফুলে সাজানো। নীলরঙা কুর্তায় রণবীরকে দেখে চোখ স্থির তার নারী ভক্তদের। অন্যদিকে, হলুদ রঙের শাড়িতেও এক ঝলকের জন্য দেখা দিয়ে নজর কেড়েছেন শ্রদ্ধা। সেখানে প্রায় শ’খানেক ব্যাক-আপ ডান্সারদেরও দেখা গেছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির রচয়িতা ও প্রযোজনা করেছেন লাভ রঞ্জন। ২০২৩ সালের হোলি উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *