অনলাইন ডেস্ক :
‘ভিকি ডোনর’ থেকে শুরু করে ‘শুভ মঙ্গল সাবধান’, ‘আর্টিকেল পনেরো’, ‘বধাই হো’ একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন ‘ভিকি ডোনার’ খ্যাত আয়ুষ্মান খুরানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা প্রকাশ করেছেন, তিনি যখন প্রথমবার মুম্বাইতে এসেছিলেন চন্ডীগড় থেকে নিজের রাঁধুনিকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন। কারণ খাবারের প্রতি অন্যরকম ভালোবাসা রয়েছে তার। সেই সময় তাদের একটিই মাত্র ঘর ছিল এবং দুজনেই একই ঘরে থাকতেন।
তা ছাড়া একসময় দিল্লিতে রেডিও জকির কাজ করতেন তিনি। কয়েক বছর কাকার কাছে ছিলেন। পরে মুম্বাই চলে আসেন।
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার আগামী ছবি ‘অনেক’র ট্রেলার। অনুভব সিনহার ‘অনেক’ ছবিতে দ্রুতই দেখা যাবে আয়ুষ্মানকে। বর্তমানে ‘অনেক’-এর প্রচারে ব্যস্ত আয়ুষ্মান।