রাকিব মোসাব্বিরের সুর ও সঙ্গীতে ঝিলিকের হামিং টিকটকে ভাইরাল

রাকিব মোসাব্বিরের সুর ও সঙ্গীতে ঝিলিকের হামিং টিকটকে ভাইরাল

লোকমান হোসেন | ফিচার ডেস্ক |

সাম্প্রতিক দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘অনুপম মিউজিক’ এর ব্যানারে প্রকাশিত হয়েছে অমর নায়ক সালমান শাহের মুভির গান ‘তোমাকে চাই’ এর রিক্রিয়েটেড ভার্সন। প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের করা হুক লাইনটি ঠিক রেখে পুরো গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ সঙ্গীত জগতের সাইলেন্ট হিট মেশিন রাকিব মোসাব্বির। গানটি লিখেছেন বাংলা সিনেমা জগতের কিংবদন্তি গীতিকার মনিরুজ্জামান মনির ও গানটি গেয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা রাজিব এবং সেরাকন্ঠের মিষ্টি কন্ঠি গায়িকা ঝিলিক। গানটি ইতিমধ্যে টিকটকের ফর ইউতে ভাইরাল হয়েছে। টিকটিকে গানটি হামিং ক্লীপ’সহ ক্রিয়েশন হয়েছে প্রায় পনে ১০ হাজার এবং ভিউ হয়েছে প্রায় আড়াই মিলিয়ন (২৫ লাখ)। এছাড়া ইউটিউবে গানটির ভিউ হয়েছে আড়াই লাখ।

এই বিষয়ে সুরকার ও সঙ্গীত পরিচালক রাকিব মোসাব্বির বলেন- আসলে আমি (অডিও কোম্পানি, গীতিকার, শিল্পী বা মিডিয়ার অন্য কলাকুশলী) যাদের সাথেই প্রথমবার কাজ করেছি তাদের সাথেই আমার করা সুর ও সঙ্গীত আয়োজনের প্রথম প্রজেক্টের গান শ্রোতাপ্রিয় হয়েছে বা জনপ্রিয় হয়েছে। কারও সাথে আমার প্রথম কাজ মানে প্রায় ৮০ ভাগ সিউর থাকে যে গানটি হিট করবে। এই যেমন ২০০৭ সালে সাউন্ডটেকের সাথে আমার প্রথম কাজ ছিল ‘যারে আমার মন’। গানটি দেশের অনলাইন জগতের প্রথম ভাইরাল হিট গান। এরপর ২০১০ সালে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ও কন্ঠশিল্পী কনিকার সাথে আমার সুর ও সঙ্গীতে প্রথম কাজ ছিল ‘মাধবীলতা’! এই গানটিও সুপার হিট হয়। এরপর ২০১১ সালে কিংবদন্তি মিউজিসিয়ান লিটন ডি কস্টার ছেলে শোভন ডি কস্টার সাথে আমার কথা, সুর ও সঙ্গীত আয়োজনে প্রথম কাজ ছিল ‘জানি তুমি’। সেই গানটিও ছিল ব্যাপক শ্রোতাপ্রিয়। একই অ্যালবামে আমার একক ফিচারিং ও সঙ্গীত আয়োজনে জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর ও কন্ঠশিল্পী কাজী শুভ’র সাথে প্রথম কাজ ছিল ‘মন পাঁজরে’! সেই গানটিও বাংলা সঙ্গীত জগতের একটি মাইলস্টোন, যা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এখনও সমান জনপ্রিয়। এনটিভির রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের টাইটেল গান ‘যদি লক্ষ্য থাকে অটুট’ ও এ যুগের শাকিব খানের সিনেমার ‘প্রিয়তমা’ গানটির গুনী গীতিকবি আসিফ ইকবাল ও জনপ্রিয় শিল্পী পারভেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানচিল’ এর সঙ্গে আমার সুর ও সঙ্গীত আয়োজনে প্রথম কাজ ছিল ‘জীবনের আয়না’! এই গানটিও ২০১২ সালে শ্রোতাপ্রিয় হয়েছিল বেশ। এছাড়া ২০১৩ সালে সাংবাদিক গীতিকার রেজাউর রহমান রিজভী ও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ এর সাথে আমার সুর ও সঙ্গীত আয়োজনে প্রথম কাজ ছিল ‘সুখ পাখি’। এই গানটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শুধু তাইই নয় আমার সঙ্গে যারাই প্রথমবার কাজ করেছেন তার ৯০ ভাগ গানই হিট করেছে। যেমন গীতিকার অরন্য পাশা ও কন্ঠশিল্পী ফারাবির সঙ্গে প্রথম কাজ ‘সাত পাকের জীবন’, সাংবাদিক গীতিকার খায়রুল বাবুইয়ের সঙ্গে করা আমার প্রথম কাজ ‘তুমি চলে গেলে’, সাংবাদিক গীতিকার রবিউল ইসলাম জীবনের সঙ্গে আমার প্রথম কাজ ‘মনের আকাশে’ (কন্ঠ : কাজী শুভ), সাংবাদিক গীতিকার ফয়সাল রাব্বিকিনের সঙ্গে আমার প্রথম কাজ ‘জ্বালা’, কন্ঠশিল্পী সাবরিনা সাবা’র সঙ্গে আমার প্রথম কাজ ‘অতলে অতলে’, প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের সাবেক কর্ণধার সুমন এমদাদের সঙ্গে আমার প্রথম কাজ ‘অল্প অল্প করে’, সুরকার রাহুল ও কন্ঠশিল্পী খেয়ার সঙ্গে আমার প্রথম কাজ ‘ আমার পরাণে’, গায়িকা নির্ঝর ও শিল্পী ইলিয়াসের সঙ্গে আমার প্রথম কাজ ‘অবুজ মন’, ক্লোজআপ ওয়ান গায়িকা শশী’র সঙ্গে আমার প্রথম কাজ ‘ভুল বুঝো না’ (কন্ঠ : ইলিয়াস ও শশী), সাংবাদিক গীতিকার এ মিজান ও গায়িকা পূজার সঙ্গে আমার প্রথম কাজ ‘রোদেলা আকাশ’ (কন্ঠ : কাজী শুভ ও পূজা), গায়িকা আনিসার সঙ্গে আমার প্রথম কাজ ‘এই হৃদয়ে’, সাংবাদিক গীতিকার ফারুক ঢাকা ও কন্ঠশিল্পী জুঁই এর সঙ্গে আমার প্রথম কাজ ‘বুলবুলি’, জনপ্রিয় গায়ক তৌসিফ আহমেদের সঙ্গে আমার প্রথম কাজ ‘এই বুকেতে’, গায়িকা আনিকার সঙ্গে আমার প্রথম কাজ ‘মন’, গায়িকা শিল্পী বিশ্বাসের সঙ্গে আমার প্রথম কাজ ‘মন পিঞ্জিরা’, নিউজপ্রেজেন্টার গীতিকার আরজে রিচার্ড ও আরজে সাব্বির এর সঙ্গে আমার প্রথম কাজ ‘হঠাৎ বলা’সহ ইত্যাদি অসংখ্য গানই শ্রোতাপ্রিয় হয়েছে। যে গানগুলো কারও না কারও সঙ্গে আমার প্রথম কাজ ছিল। এবার অনুপম মিউজিক, ঝিলিক, রাজিব এবং শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এর সঙ্গে ‘তোমাকে চাই ২.০’ গানটি আমার প্রথম কাজ। তাই এই গানটিও টিকটক ও ইউটিউবে শ্রোতারা ভালভাবেই গ্রহণ করেছে।’

এছাড়া ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির সাথে ২০১৪/১৫ সালে রাকিব মোসাব্বিরের প্রথম কাজ ছিল ‘চুপিচুপি-২’ ও ‘তেরে লিয়ে’। এই দুটি গানও তৎকালীন ব্যবসাসফল হয়। বলা যায় রাকিব মোসাব্বির যাদের সঙ্গেই প্রথম কাজ করেছেন সেই গানগুলোই হয় তো হিট করেছে, নয় তো শ্রোতাপ্রিয় হয়েছে, নয় তো ব্যবসাসফল হয়েছে। তাই বাংলা সঙ্গীতের সাইলেন্ট হিট মেশিন বলা হয়ে থাকে রাকিব মোসাব্বির’কে। রাকিব মোসাব্বির তার একক সুর ও সঙ্গীত আয়োজনে এ পর্যন্ত কাজ করেছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক, লেজার ভিশন, সিডি চয়েজ, গানচিল, লাইভ টেকনোলজি, ইউ ফ্যাক্টর ও টোন ফেয়ার এর সঙ্গে৷ এই লিস্টে নতুন যোগ হল ‘অনুপম মিউজিক’। রাকিব মোসাব্বির জানান, তিনি তার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘টোন ফেয়ার’ নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন বিগত ৬ বছর ধরে। তবে অন্য কোন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিগ বাজেট ও মানসম্পন্ন কাজের অফার আসলে তবেই তিনি কাজ করেন। এছাড়া রাকিব মোসাব্বির সাম্প্রতিক তার বাংলা অডিও রেকর্ড লেভেলের পাশাপাশি হিন্দি অডিও রেকর্ড লেভেল নিয়েও কাজ শুরু করেছেন। তিনি আরও জানান তার কথা, সুর ও সঙ্গীত আয়োজনে তার আর এম মিউজিক ফ্যাক্টরিতে প্রায় ২ হাজার গান তিনি দেড় যুগেরও বেশি সময় ধরে মজুদ করে আসছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডল মিলিয়ে তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় ৬০০ এর অধিক। যার মধ্যে প্রায় অর্ধশতাধিক গান জনপ্রিয় এবং অর্ধশতাধিক গান ব্যবসা সফল। এছাড়া ইউটিউব জগতে সাম্প্রতিক রাকিব মোসাব্বিরের সুর ও সঙ্গীত আয়োজনে ‘মন পিঞ্জিরা’ গানটি ১০ কোটি ভিউর মাইলফলক পার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *