রাজনীতিতে আসছেন না বলে ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার রজনীকান্ত। তিনি তার অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রোববার এ ঘোষণা দেন। ৭০ বছর বয়সি তামিল এই এ দাপুটে অভিনেতা বলেন, আমার রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই। রজনী মাক্কাল মানদ্রাম নামে তার যে সংগঠনটি ছিল তা রোববার থেকে বাতিল ঘোষণা করেন। তবে তা ধরন পাল্টে রজনীকান্ত রাসিগার নারপানি মান্দ্রাম অর্থাৎ রজনীকান্ত ফ্যান্স ওয়েলফেয়ার ফোরাম নামে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, অনেকেই আমার রজনী মাক্কাল মানদ্রাম সংগঠনটিকে একটি রাজনৈতিক প্লাটফরম মনে করে আসছিলেন। এ জন্য এটার নাম পরিবর্তন করে আমার রাজনীতিতে না আসার ঘোষণা দিয়েছি। এর আগে তামিলনাড়ুর বিধানসভার নির্বাচনে তার অংশগ্রহণ করা শোনা যাচ্ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এবং চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ায় নির্বাচন থেকে দূরে ছিলেন তিনি।