রাণীকে চুমু খাওয়ার অভিজ্ঞতা ছিল জঘন্য- সাইফ আলী খান

রাণীকে চুমু খাওয়ার অভিজ্ঞতা ছিল জঘন্য- সাইফ আলী খান

১৪ বছর আগের এক মজার ঘটনা জানালেন সাইফ আলী খান। ‘হাম তুম’ ছবিতে রানিকে চুম্বনের অভিজ্ঞতা ছিলো আমার জন্য ইতিহাসের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। তিনি বলেন, সেদিন ছিলো ‘হাম তুম’ ছবির টাইটেল গানের দৃশ্যের শুটিং। সেটে গিয়ে স্বাভাবিক ভাবেই দুজনের কথা হয়।

হঠাৎ করেই রানি আমাকে বলে ‘‘তুমি বলে দাও যে তুমি চুম্বন দৃশ্যে অভিনয় করতে চাও না।’’ আমি পুরাই হতভম্ব হয়ে যাই। আমিও সোজা জানিয়ে দেই যে আমি এ সব করতে পারব না। তবে বস নির্দেশ দিয়েছেন তাই যে করেই হোক করতেই হবে। তখন রানি বললেন, ‘‘আমার মনে হয় না যে আমি পর্দায় চুমু খেতে সাবলীল।’’ এর পরে আরও দু’এক বার বোঝানোর পরে প্রবল অনিচ্ছা নিয়ে রাজি হন রানি। ‘‘তার পরে আমরা যে চুমু খেলাম, সেটি ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে খারাপ।’’ রানির দাবি, তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করছিলেন। পরক্ষণেই সাইফের ব্যাখ্যা, ‘‘তুমি অস্বস্তিতে ছিলে বলে আমারও অস্বস্তি হচ্ছিল।’’

এ পর্যন্ত ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’সহ একাধিক ছবিতে এই জুটির প্রেমের জাদু রসিয়ে উপভোগ করেছেন  দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *